সাবাবা মোর্শেদ টুই

সাবাবা মোর্শেদ টুই

সাবাবা মোর্শেদ টুই।জন্ম-৪ঠা ডিসেম্বর ১৯৮৯ সালে।জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই।পৈতৃক বাড়ি-ফেনী।শিক্ষাগত যোগ্যতা-ডিপ্লোমা ইন এভিয়েশন ম্যানেজমেন্ট শৈশব থেকে সাহিত্যের প্রতি প্রবল টান এবং লেখক হবার এক অদম্য বাসনা থেকেই পরবর্তীতে লেখালেখির জগতে পদার্পণ।প্রথম লেখা প্রকাশিত হয় রহস্য পত্রিকায় ২০২০ সনের ফেব্রুয়ারি সংখ্যায়।এরপর থেকে রহস্য পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন।আরও কয়েকটি পত্রিকায় লিখেছেন।কয়েকটি সংকলনে গল্প বেরিয়েছে।মূলত রহস্য রোমাঞ্চ ঘরানার লেখাই লিখে থাকেন।প্রিয় ঘরানা থ্রিলার,এর প্রতি প্রবল আকর্ষণ থেকেই এই বিশেষ ঘরানাকে লেখার প্রধান হিসেবে বেছে নেয়া।

সাবাবা মোর্শেদ টুই এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon