সাইফুল ইসলাম ফকির

সাইফুল ইসলাম ফকির

জনাব সাইফুল ইসলাম ফকির গাইবান্ধা জেলা সদর থানার তুলসীঘাটস্থ নয়নসুখ গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ছোট্ট বেলায় পিতাকে হারিয়ে কিছুদিন এক বেসরকারি এতিমখানায় প্রতিপালিত হন। পরবতীর্তে নানা প্রতিকুলতার মধ্যেও তিনি নিজ চেষ্টায় পড়া—লেখা চালিয়ে যান। তিনি বর্তমানে অ্যাটর্নি জেনারেল কার্যালয়, বাংলাদেশের ‘লাইব্রেরিয়ান’ পদে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন। ছোট বেলা থেকেই নিজের আনন্দের জন্যেই লিখেন। বিবেকের তাড়না আর সমাজের প্রতি দায়বদ্ধতা তাঁর প্রেরণার উৎস। ইতিমধ্যেই তার বিভিন্ন লেখা: কবিতা/ছড়া,প্রবন্ধ ও গল্প স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন পাবলিকেশন থেকে প্রায় ডজন খানেকের উপরে তাঁর সংকলিত আইনবই প্রকাশিত হয়েছে। যা বিদগ্ধ পাঠক মহলে নন্দ্রিত ও প্রশংশিত হয়েছে। জনাব সাইফুল ইসলাম ফকির—এর প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো: (১) ওয়াকফ্ ল’ ম্যাটেরিয়ালস, (২) বাংলাদেশ বরাদ্ধ বিধিমালা, (৩) হেবা, দান ও উইলের বিধানাবলী, (৪) উচ্ছেদ আইনের বিধানাবলী, (৫) হোম লোন (গৃহ নিমার্ণ ঋণ) নীতিমালা ও প্রক্রিয়া, (৬) এনজিও আইনের বিধানাবলী, (৭) রেকর্ড সংশোধনী মামলা ও খতিয়ানের ভূল সংশোধন পদ্ধতি, (৮) নামজারী প্রক্রিয়া ও বিধি—বিধান, (৯) শত্রু সম্পত্তি আইন, (১০) প্রবেট আইনের বিধানাবলী, (১১) সিকস্তি ও পয়স্তি আইনের বিধানাবলী এবং আরও কতকগুলো আইনবই প্রকাশের অপেক্ষায় রয়েছে।

সাইফুল ইসলাম ফকির এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon