লেখক মূলত তাঁর লেখনী দিয়েই পাঠকের সাথে পরিচিত হয়। বইয়ের সাদা পাতায় বিন্যস্ত সব জাদুকরী শব্দজাল আর বাক্য বিন্যাসের শৈল্পিক নান্দনিকতার দক্ষতাই লেখককে তাঁর ভালোবাসার পাঠকদের হৃদয়ের কাছাকাছি নিয়ে যায়। আর এই হৃদ্যতাই তাঁকে পাঠকের মমতার সঙ্গে বেঁধে নেয় আজীবন। তাই আমার মনে হয়, একজন লেখকের তাঁর নিজের সম্পর্কে তেমন আলাদা করে কোনো পরিচয় দেবার কিছু নেই। তার কারণ, একজন কলমসৈনিকের সবচেয়ে বড় পরিচয় তাঁর লেখায়। তাই আমি বলব, আমার একমাত্র পরিচয়, আমি একজন লেখক
৳ 0