
মধুমতী নদীর তীর ছুঁয়ে সবুজ শ্যামল দেবদুন গ্রাম। এটি নড়াইল জেলার ১টি গ্রাম। দূর থেকে দেখলে মনে হয় সবুজের চাদরে মোড়ানো। প্রতিটি বাড়ির আশপাশে আম, কাঠাল, নারিকেল, সুপারি ও নানান গাছপালার মায়াবী ছায়া খেলা করে। এই গ্রামে কয়েকটি বংশের লোকের বসবাস। তারমধ্যে শেখ বংশ একটি। এই শেখ বংশে ১৯৮০ সালের ৩ জুন কবির জন্ম। কবি আকাশমণির নীজ গ্রামে বেড়ে ওঠার তেমন একটা সুযোগ হয়ে ওঠেনি। বাবা শেখ আবুল কালাম সেনাবাহিনীতে চাকরি করায়, সেনা বেষ্টুনিতে কেটেছে অনেকটা সময়। কিন্তু গ্রামের প্রতি তার ছিল নিবিড় টান। কবি সময় পেলেই ছুটে যেতো তার নিজ গ্রামে। গ্রামের দাদাদের সাথে ছিলো তার গভীর সখ্যতা। সময় স্রোতে বেশির ভাগ দাদা পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সে ব্যথা বেদনা এখনো কবির মনকে নাড়া দেয়। কবি আকাশমণি একটা সময় সাহিত্যের প্রতি নিগূঢ় টান অনুভব করে। সেই থেকে লেখালেখি শুরু। 'স্বপ্ন ভাঙার শব্দ হয় না' কবির ৪র্থ কাব্যগ্রন্থ। লেখক পেশায় একজন সাংবাদিক।
৳ 0