মনোয়ার মুন্না

মনোয়ার মুন্না

কবি পরিচিতি: মনোয়ার মুন্না জন্ম ২৭ আষাঢ় ১৪০৯ (১২ জুলাই ২০০২) বঙ্গাব্দে বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাংশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ছোট্ট একটা গাঁয়ে। নাম সোনাবাড়ীয়া। এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ মিলন (ব্যাবসায়ী এবং কৃষক) মাতা সেলিনা নাছরীন (গৃহিণী)। পরিবারে দুই সন্তান এর ভিতর তিনি বড় ছেলে। লেখালেখির হাতেখড়ি সেই মায়ের কাছে, চক পেন্সিলের মাধ্যমে, তারপর একে একে পরিক্ষার খাতা, ডাইরি লেখা। মাধ্যমিক জীবন থেকে তার কবিতা, ছোট গল্প, ব্যঙ্গ কবিতা ও লেখার সূচনা। তার শিক্ষাজীবন শুরু হয় ইকরা চাইল্ড ক্যাডেট একাডেমি থেকে, পরপর তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষা সফলতার সাথে উত্তির্ন হয় যথাযথ সোনাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ও কলারোয়া সরকারি কলেজ থেকে। ২০১৮ সালে বাংলাদেশ স্কাউট থেকে সর্বোচ্চ সম্মাননা পিএস (প্রেসিডেন্ট স্কাউট) অ্যাওয়ার্ড অর্জন করেন। তার লেখার মধ্যে বিশ্বাস, শুদ্ধতা, প্রেম, বিষাদ, প্রকৃতি ও জীবনবোধের গভীরতা ফুটে উঠে। তার লেখা প্রথম যৌথ কাব্যগ্রন্থ বিষণ্ণ দুপুর। ২য় যৌথ বই কবিতার দেয়াল।

মনোয়ার মুন্না এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon