মোঃ রাসেল রনি, বাবা মোঃ আমির হোসেন ও মাতা নাসিমা বেগম। জন্ম শরীয়তপুর জেলায় জাজিরা উপজেলাতে হলেও জীবন কেটেছে শহরের ইট, বালু আর পাথরের সাথে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবন পুরোটাই কেটেছে ঢাকা তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেনীতে অনার্স এবং মাস্টার্স শেষ করে চাকুরী জীবনে প্রবেশ। ব্যাংকার হিসেবে চাকরি জীবনের সূচনা হলেও বর্তমানে দুর্নীতি দমন কমিশনে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন।
ভাবনার জগতে ছোটবেলা থেকে যে বিচরণ তার বিস্তার ঘটানোর প্রত্যয় নিয়ে শুরু করেন লেখালেখি। জীবনের বাকি গল্পটুকু পাঠকদের সাথে হবে এটাই প্রত্যাশা।
“কল্পরাজ্যের পঙ্ক্তিমালা” প্রথম প্রকাশ।
বাবা-মা, ভাই-বোন ও স্ত্রী নিয়েই কবির
যাপিত জীবন।
৳ 0