পেশায় চিকিৎসক হলেও নেশায় একজন লেখক। চিকিৎসক হিসেবে এমবিবিএস (সিইউএমসি) ও এমফিল (ফিজিওলজি, ডিএমসি) ডিগ্রী শেষে বর্তমানে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, হবিগঞ্জ, সিলেট কর্মরত আছেন। লেখালেখির পাশাপাশি বই পড়তে, গান শুনতে এবং গাইতে ভালোবাসেন। “ত্রয়ী” তার প্রথম একক গল্পগ্রন্থ।
৳ 0