ফাবিহা বুশরা নিমু

ফাবিহা বুশরা নিমু

আমি ছোটোবেলা থেকেই কল্পনাবিলাসী ছিলাম। কল্পনা এবং বই আমাকে চম্বুকের ন্যায় আকর্ষণ করতো। বড়ো হবার সাথে সাথে কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার প্রবণতাটাও বৃদ্ধি পাচ্ছিল প্রতিনিয়ত। আমার কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি শখের বশে ফেসবুকে লেখালেখি শুরু করি। সৃষ্টির্কতার রহমতে আমার এক মুঠো কাচের চুড়ি গল্পটা পাঠকপ্রিয়তা পায়। পাঠকদের আবদারেই এক মুঠো কাচের চুড়ি গল্পটা বইয়ের পাতায় আসছে। সৃষ্টিকর্তার রহমত এবং পাঠকের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা দেয়। আমি ২০০৫ সালের ডিসেম্বর মাসের ৩ তারিখে নাটোরের কানাইখালিতে জন্মগ্রহণ করেছি। বর্তমানে আমি সাইকোলজি নিয়ে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি।

ফাবিহা বুশরা নিমু এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon