জন্ম ১৯৩৮, দক্ষিণ ভারতের কেরালায়। মালয়ালম ভাষায় গল্প ও উপন্যাস লেখক হিসেবে খ্যাত। ৫৭টি উপন্যাস, ৯টি গল্প সংকলন, ৬টি শিশুদের বই লিখেছেন। সিনেমার পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্য লেখক। তাঁর ওরু সংকির্থনম পোলে উপন্যাসটি মালয়ালম ভাষার অন্যতম সাহিত্যকীর্তি হিসেবে স্বীকৃত।
৳ 0