ইনস্টিটিউট ফর সোশ্যাল ইকোলজির সহ-প্রতিষ্ঠাতা ও এর সাবেক পরিচালক। তিনি একজন নগর নৃবিজ্ঞানী ও অ্যাক্টিভিস্ট, যাঁর মূল আগ্রহের জায়গা সমষ্টি উন্নয়ন ও ইউটোপীয় অধ্যয়ন। এই বিষয়গুলো নিয়ে তিনি অনেক প্রবন্ধও লিখেছেন। ড্যানিয়েল সারাজীবন সবুজ আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘকাল যুক্তরাষ্ট্রের ভার্মন্টে অবস্থিত গডার্ড কলেজে শিক্ষকতা করেছেন।
৳ 0