মাকসুদা মেঘনা

মাকসুদা মেঘনা

জন্ম নেত্রকোনা জেলার পাহাড় ঘেরা গ্রাম সুসং দূর্গাপুর। স্কুল কলেজের গণ্ডি ওখানেই পেরিয়ে 'উদ্ভিদবিদ্যা'য় অনার্স ও মাস্টার্স করেছেন ইডেন মহিলা কলেজ থেকে। এবিসি রেডিও ৮৯.২ এফএম এর জনপ্রিয় ভৌতিক অনুষ্ঠান 'কুয়াশা'র সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ ছয় বছর। ২০১৪ সাল থেকে শুরু করে এখনো লিখছেন কুয়াশার জন্য। ৮০টারও বেশি ভৌতিক গল্প লিখা হয়েছে কুয়াশায়। মাকসুদা মেঘনাকে অনেকেই ভূতের লেখক ভাবলেও গান, কবিতা, ছোটগল্প, টিভি নাটক ও সিনেমার চিত্রনাট্য সব মাধ্যমেই মেঘনার কলম সাবলীল। এছাড়াও ২০১৮ সালে নিউইয়র্ক এর একটি বাংলা পাক্ষিক পত্রিকার 'মতামত ও খোলা কলম' পাতায় বিভিন্ন বিষয় ভিত্তিক লেখায়ও যুক্ত ছিলেন। ২০২৩ সালে CINEBUZZ TIMES.COM এ Baul Philosophy and Humanism নিয়ে লিখে প্রশংসা কুঁড়িয়েছেন। টানা দশ বছর নিয়মিত লেখালেখির পর তিনি তার প্রথম উপন্যাস 'ড্রেসিং টেবিল' পাঠকদের হাতে তুলে দিলেন। লেখালেখি ভীষণ ভালো লাগার জায়গা, তবে লেখালেখি ছাড়াও তার লালনগীতির প্রতি বিশেষ দূর্বলতা রয়েছে। ভীষণ রকম প্রকৃতি প্রেমী 'মেঘনা' নিজেও পাঠক হিসেবে সর্বভূক।

মাকসুদা মেঘনা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon