শওকত জাওহার

শওকত জাওহার

শওকত জাওহারের (পূর্ণ নাম : মুহাম্মদ শওকত আলী জাওহার) জন্ম ১৯৮৩ সালে নোয়াখালী জেলার উপজেলা দ্বীপ হাতিয়ায়। পিতা মুহাম্মদ আবদুশ শহীদ এবং মাতা আজমলেন্নেছা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বি.এস.এস (অনার্স) (২০০৪-২০০৮) এবং ঢাকা কলেজ থেকে এম.এস.এস (২০০৯) সম্পন্ন করেন। পিতার দ্বারা উদ্বুদ্ধ হয়ে ও পারিবারিক লাইব্রেরির ধর্মীয় উপদেশমূলক বই পড়ে তিনি ধর্মানুরাগী হিসেবে গড়ে উঠেন। এক পর্যায়ে ধর্মীয় বিভিন্নতার বিষয়টি তাঁকে তুলনামূলক অধ্যয়নে অনুপ্রাণিত করে। এই প্রেক্ষিতে তিনি ২০০৮-২০১০ সালে প্রফেসর ডা. মতিয়ার রহমান প্রতিষ্ঠিত কুরআন রিসার্চ ফাউন্ডেশনে (QRF) রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটিতে আনিবু কুরআন (আসুন নিজেরা বুঝি কুরআন) নামে ‘বেসিক কুরআনিক এরাবিক গ্রামার কোর্সে’ প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১১-২০১৩ সালে তিনি বিশিষ্ট কুরআন গবেষক তৈয়াবুর রহমান গোপালগঞ্জীর সান্নিধ্যে কুরআনের বিভিন্ন বিষয়ে ‘কুরআনের ব্যাখ্যায় কুরআন’ নীতিভিত্তিক মৌলিক জ্ঞানার্জন করেন এবং তাঁর প্রতিষ্ঠিত ‘ওয়ার্ল্ড আল কুরআন রিসার্চ সেন্টার’-এ (প্রতিষ্ঠাকাল : ১৯৮১) রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে (২০২৩) তিনি পেশাগতভাবে একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। সেই সাথে ‘দি ইনস্টিটিউট ফর কুরআনিক রিসার্চ এন্ড এ্যাপ্লিকেশন (দি ইক্বরা)’-এ রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন।

শওকত জাওহার এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon