সাদিক মোহাম্মদ আলম

সাদিক মোহাম্মদ আলম

সাদিক মোহাম্মদ আলম জন্ম ১৯৭৯ সালে পিরোজপুরে। পিতা ড. মো. রফিকুল আলম এবং মাতা সুফিয়া আখতার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং (২০০৪) এবং পরবর্তীতে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিংগাপুর থেকে রিসার্চ স্কলার হিসেবে মাস্টার্স (২০০৬) সম্পন্ন করেন। তুলনামূলক ধর্মতত্ত্ব, আধ্যাত্মিকতা ‍ও ইসলাম সম্পর্কে আগ্রহ তাঁকে বিভিন্ন ধর্মীয় স্কলারের সান্নিধ্যে নিয়ে যায়। তাঁর ধর্মীয় শিক্ষাগুরুদের মধ্যে রয়েছেন শেখ মুহাম্মদ আল জামাল আর রিফাই আশ শাধুলি (জেরুজালেম), শেখ নুরুদ্দীন ডুর্কি (যুক্তরাষ্ট্র) প্রমুখ। আমেরিকায় উচ্চ শিক্ষার জন্য গমনের সূত্রে তিনি সমসাময়িক অনেক স্কলারের সান্নিধ্য লাভ করেন। তিনি এশিয়ায় সেরা ব্লগে নমিনেশন প্রাপ্ত ‘টেকনোলজী অফ দি হার্ট’ (Technology of the Heart) নামের একটি আন্তর্জালিয় সাইটের প্রধান এডিটর ছিলেন যেখানে তিনি ইসলাম, আধ্যাত্মিকতা ও ধর্ম বিষয়ে লিখতেন। পত্রিকা জগতে লেখালেখি ও সম্পাদনার সাথে জড়িত ১৯৯৮ সাল থেকে এবং টেকনিক্যাল এডিটর ও এক্সিকিউটিভ এডিটর হিসেবে কাজ করেছেন বিভিন্ন জাতীয় প্রকাশনা ও পত্রিকার সাথে। বর্তমানে তিনি পেশাগতভাবে সফটওয়্যার খাতে জড়িত আছেন। সেই সাথে ‘দি ইনস্টিটিউট ফর কুরআনিক রিসার্চ এন্ড এ্যাপ্লিকেশন (দি ইক্বরা)’ -এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে সংযুক্ত আছেন।

সাদিক মোহাম্মদ আলম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon