নাজমুল হোসেন মিলন

নাজমুল হোসেন মিলন

পিতা: আব্দুল করিম সিকদার পান মাতা: মনোয়ারা বেগম সায় জন্ম: ১ ফেব্রুয়ারী ১৯৭৬ খৃষ্টাব্দ, ঝালকাঠি জেলার নলছিটির থানাধীন মালোয়ার (চন্দ্রকান্দা) গ্রামের সিকদার বাড়ি। আমার শিক্ষা জীবন: নলছিটির চন্দ্রকান্দা মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি, ১৯৯২ খৃষ্টাব্দ। বরিশাল নার্সিং ইনিষ্টিটিউট হতে ডিপ্লোমা ইন নার্সিং কোর্স ১৯৯৬ খৃষ্টাব্দে সম্পন্ন ও ঢাকা সেন্ট্রাল নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ২০১৯ খৃষ্টাব্দ এবং ২০২১ খৃষ্টাব্দে মাস্টার্স ইন পাবলিক হেল্থ নার্সিং ডিগ্রি লাভ করেন। আর কর্মযোগ: জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে (শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭) নার্সিং অফিসার হিসেবে কর্মরত আছেন। পায় লেখালেখি সুচনা: ১৯৯৪ প্রথম ভাগে। প্রায় প্রকাশিত প্রন্থ: 'নন্দিনী ও ইতিহাস ঐতিহ্যে বঙ্গবন্ধু' কাব্যগ্রন্থ আমার হিসাবে প্রকাশিত। আমল আমায় কবি কিশোরবেলা থেকে সমাজের নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিচিত্র মনের ভাবনাগুলো লিখতে পছন্দ করেন। রাগ, অভিমান, ভালোবাসা- সব কিছুই তিনি জমিয়ে রাখেন কাগজের পৃষ্ঠায়। লেখালেখিই যেন তার সাধনা। ১৯৯৪ সালের প্রথম ভাগ থেকে আজঅব্দি সাহিত্য চর্চায় নিজেকে নিয়োজিত রেখে এগিয়ে চলছেন একটু একটু করে। দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশ হয়েছে আকতার লেখা গল্প-কবিতা। জীবন, সংগ্রাম, প্রেম, প্রতিবাদ, হাজার আজকালের প্রাণবন্ত কথন উঠে এসেছে তার প্রতিটি লেখায়। - কি? 'বৃত্ত' উপন্যাসটি প্রচলিত রোমান্টিকতাকে সম্পূর্ণভাবে এরিয়ে গিয়ে ভিন্নরকমের প্রেমের গল্প নিয়ে রচিত হলেও এটির মাধ্যমে বর্তমান সমাজের নানাবিধ অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে বসবাসযোগ্য সমাজ ও দেশ গঠনে তরুণ-তরুণীদের কাছে এক অতুলনীয় উদাহরণ উপস্থাপন করছেন। সায় প্রেম, বিদ্রোহ, আবেগ, বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসায় মিশ্রিতি লেখা এই উপন্যাসটি পাঠক সমাজে সমাদৃত হয়ে কলুষিত সমাজ পরিবর্তন হলেই তার লেখ স্বার্থক হবে। তিনি সাহিত্য চর্চার মধ্য দিয়েই কাটাতে চান বাকি জীবন। পায়ে পানসীয়ানী পানসীয়ানী পানসীয়ানী পানসীয়ানী পানসীয়ানী পানসীয়ানী

নাজমুল হোসেন মিলন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon