কথাসাহিত্যিক রেজাউল ইসলাম ১৯৮৮ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের ঝিনাইদহ জেলার অন্তর্গত মহেশপুর থানার সামন্তা গ্রামে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম মোছাঃ ছামিরুন নেছা এবং পিতার নাম মো. রবিউল ইসলাম। তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বিএ (সম্মান) এবং ২০১১ সালে একই প্রতিষ্ঠান থেকে সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন। ছেলেবেলায়ই তার লেখায় হাতেখড়ি। অর্ধযুগ ধরে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে শিক্ষা, রাজনীতি, ধর্ম ও সমাজ নিয়ে গবেষণাধর্মী লেখা লিখে আসছেন তিনি। রেজাউল ইসলাম একাধারে একজন কবি, সাহিত্য সমালোচক, কলাম লেখক ও শিক্ষক। ‘গণরুমের প্রেমবিলাস’ লেখকের প্রথম প্রকাশিত গ্রন্থ।
৳ 0