আপন দাস

আপন দাস

জন্ম এবং বেড়ে ওঠা। পুরান ঢাকার কলতাবাজারে। ছোটবেলা থেকেই পড়তে এবং লিখতে ভালবাসেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া অব্যজন এবং সংংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী তিনি। এছাড়াও দিল্লি বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিষয়ে জাতোকোত্তর করেছেন। ফ্যাক্ট চেকার হিসেবে দায়িত্ব পালন করেছেন ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকি নেটওয়ার্ক (আইএফসিএন) যারা স্বীকৃত বাংলাদেশের প্রথম তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচে। ছাত্রজীবনে লেখালেখির শুরু কয়েকটি অনলাইন পত্রিকায়। পরবর্তীতে বেশ কয়েকটি আন্তর্জাতিক জানলে তার গবেষণা অতিসন্দর্ভ প্রকাশিত হয়েছে। সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাণার রয়েছে তার তুমুল যাহহ এবং পদচারণা। বর্তমানে তিনি গবেষণা সংযোগী হিসেবে কর্মরত আছেন টেক গ্লোবাল ইন্সটিটিয়া নামের একটি প্রযুক্তি অধিকারবিবয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থায়। 

আপন দাস এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon