বোরহান আহমেদ রাকিব

বোরহান আহমেদ রাকিব

লেখক পরিচিতি: বোরহান আহমেদ
হৃদয়ের অন্তর্গহীনে জমে থাকা অব্যক্ত বেদনা, অনুভূতির স্তব্ধ স্রোত, আর অশ্রুত কথামালা আমাকে এমন এক পথে টেনে নিয়েছে, যেখানে কলমই আমার একমাত্র মুক্তির উপায়।
আমি বোরহান আহমেদ। ২০০০ সালের ১১ই মার্চ রংপুর জেলার কাউনিয়া থানার নিজর্দপা গ্রামে জন্ম। প্রকৃতির নিবিড় সান্নিধ্য আর বাবা-মায়ের অশেষ স্নেহে আমার শৈশব কেটেছে।
লিখতে শুরু করি সেই মুহূর্তে, যখন অনুভব করি—অব্যক্ত অনুভূতিগুলো শব্দে দানা বাঁধলে তারা আর নিছক শব্দ থাকে না; তারা হয়ে ওঠে জীবনের অতল গভীর সত্যের অনুরণন। প্রতিটি শব্দ যেন এক গভীর জগৎ, যেখানে অনুভূতিগুলো শ্বাস নেয়, বেদনাগুলো কথা বলে, আর প্রতিটি অক্ষর জ্বলে ওঠে এক অনির্বাণ আলোয়।
প্রথম উপন্যাস প্রথম উৎসর্গ দিয়ে সাহিত্য জগতে পদার্পণ।আমার লেখার প্রতিটি শব্দে আমি তুলে আনতে চাই গ্রামীণ জীবনের নিঃশব্দ কোলাহলের মূর্ছনা, মানুষের হৃদয়ের অগোচরে লুকিয়ে থাকা অনুভূতির নিগূঢ় স্পন্দন, আর বাস্তবতার এমন এক গভীর প্রতিচ্ছবি, যা দৃশ্যমান নয়।
বর্তমানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও, সাহিত্যই আমার আসল আশ্রয়—এটি আমার আত্মার প্রকৃত নিবাস।

বোরহান আহমেদ রাকিব এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon