ছোটন বড়ুয়া

ছোটন বড়ুয়া

"জম্মঃ র্সাজেন্ট (অবঃ) ছোটন বড়ুয়া, চট্টগ্রাম জেলার রাউজান থানার র্অন্তগত পশ্চিম বিনাজুরী গ্রামে ১৯৭৭ সালে এক সম্ভ্রন্ত পরিবারে জম্ম করেন তিনি ১৯৯৪  সালে সেনাবাহিনীতে যোগদান করেনর্,দীঘ ২৬ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী শেষ করে র্বতমানে অবসর জীবন যাপন করছেন তিনি চাকুরী জীবনে চাকুরির পাশাপাশি লেখালেখির সাথে যুক্ত ছিলেন, তার প্রিয় শখ লেখালেখি এবং খেলাধুলা তিনি বাংলাদেশ সেনাবাহিনী ছাড়াও  রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন,জাতিসংঘ শান্তিরক্ষি মিশনে দক্ষিন সুদান এবং লাইব্রেরীয়াতে কাজ করার সুযোগ পান এবং জাতিসংঘ শান্তিরক্ষি মিশনে বিশেষ অবদানের জন্য জাতিসংঘ মহাসচিব কতৃক তিনি সম্মানা স্বারক এবং মেডেল লাভ করেন চাকুরীরত অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়েল অধীনে মাসর্টাস (এমএসএস) পাশ করেন তিনি ২০১০ সালে র্পাবত্য চট্টগ্রামের সমসাময়িক বিষয়ে তথা (র্পাবত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতি এবং তা হতে উত্তরণের উপায়) এর উপর প্রবন্ধ রচনা করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪  পদাতিক ডিভিশন (চট্টগ্রাম সেনানিবাস) জিওসি মহোদয় কতৃক বিশেষ পুরস্কার (২য়  স্থান) অধিকার করেন জুলাই ২০২২ সালে তার প্রথম প্রকাশিত কবিতার বই,অসম উপলব্ধি"" নামে একটি কবিতার বই প্রকাশিত হয়েছে ""অক্ষরবৃত্ত প্রকাশন""  চট্রগ্রাম হতে এবং দ্বিতীয় কবিতার বই আগষ্ট-২০২২ সালে এনামুল হক পাইলট এর সম্পাদনায় ”বিরহ বিধুর” নামে সম্মিলিত কবিতার বই সন্ধান প্রকাশনী ঢাকা হতে প্রকাশ হয় এছাড়াও তিনি অন লাইন পত্রিকায় নিয়মিত লেখা লেখি সাথে যুক্ত রয়েছেন লেখা লেখির পাশাপাশি মোডিভিশনাল স্পিকার হিসাবে কাজ করেন র্বতমানে অবসর জীবনে বিভিন্ন সামাজিক এবং ওয়েল ফেয়ার সংগঠনের সাথে যুক্ত আছেন তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলোঃ-বাংলাদেশ রির্টাডায়েট র্আমসফোসেস ওয়েলফেয়ার সোইটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, "

ছোটন বড়ুয়া এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon