আফরান খান

আফরান খান

কবি আফরান খান সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গড়াকাটা গ্রামের এক মুসলিম পরিবারে ২৮/১০/২০০৭ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা আতাউর রহমান এবং মাতা আলেকা খাতুন। তারা দুই ভাই বোন। তিনি বড় এবং তার ছোট বোন রয়েছে তার নাম আতিফা। তার আম্মু মারা যায় ২০২৩ সালের মধ্যদিকে। তিনি লেখালেখি শুরু করেন ২০২১ সাল থেকে। তার যৌথ কাব্যগ্রন্থ নীল বসন্তে তুমি (২), হৃদয়ের কথা, এছাড়া আরো বেশ কিছু কাব্যগ্রন্থ। তার শিক্ষা জীবন শুরু হয় গড়াকাটা সরকারি প্রথমিক বিদ্যালয় থেকে এবং দত্ত উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা থেকে মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। বর্তমানে তিনি নটর ডেম কলেজ, ময়মনসিংহে পড়াশোনা করেন।
ছেঁড়া পাতায় লেখা দীর্ঘশ্বাস বইটি তাঁর প্রথম বই। তিনি সাবলীল ভাষায় এই বইটি রচনা করেছেন।

আফরান খান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon