বিনয় দত্ত

বিনয় দত্ত

মুক্তমনা কথাসাহিত্যিক ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। জন্ম: ২০ ফেব্রুয়ারি, নন্দনকানন, চট্টগ্রাম। বেড়ে ওঠা চট্টগ্রামে। বাবা অনিমেষ চন্দ্র দত্ত ও মা মিনু দাশ। ছেলেবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। সাংস্কৃতিক কর্মী হিসেবে তাঁর অবস্থান সুদৃঢ়। সাংবাদিকতার পাশাপাশি যুক্ত আছেন গবেষণায়। মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও চলচ্চিত্র বিষয়ে দেশের স্বীকৃত জার্নালে তাঁর একাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বিশেষভাবে কাজ করছেন দেশভাগ নিয়ে। গল্পগ্রন্থ: চিলতে মেঘ ও কুহুকেকার গল্প। উপন্যাস: অমৃতায়ন। সমকালীন কথনমালা: এই শহর সুবোধদের, আরোপিত এই নগরে, অর্বাচীনের আহ্নিক, প্রহসনের এক রাত্তির, ভালো রঙের মানুষ চাই। স্বীকৃতি: আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতা পুরস্কার ২০২০-এ প্রথম স্থান অর্জন।

বিনয় দত্ত এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon