আরফুমান চৌধুরী

আরফুমান চৌধুরী

জন্ম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ (অনার্স) ও এমএ। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে এমবিএ। শৈশবে সাহিত্য-সংস্কৃতি চর্চার শুরু। ছোটগল্প, উপন্যাস ও কবিতা লেখেন। বেতার বাংলা ও এটিএন বাংলা, ইউকের সংবাদ উপস্থাপক ছিলেন। বিশ্বসাহিত্য কেন্দ্র, ইউকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর। বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। কলেজে শিক্ষকতার মাধ্যমে পেশাগত জীবনের শুরু। অধ্যাপনার সময় গার্ল ইন রোভার-এ অবদানের জন্য খুলনা অঞ্চল থেকে রাষ্ট্রপতি পুরস্কার ‘মেডেল অব মেরিট’ অর্জন করেন। উত্তরসূরির গান তাঁর অনূদিত প্রথম উপন্যাস।

আরফুমান চৌধুরী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon