ইয়াছিন আলিফ

ইয়াছিন আলিফ

ইয়াছিন আলিফ ১১মে,২০০২ ইয়াছিন আলিফ সিরাজগঞ্জ জেলা, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ধুবিল ইউপির ধুবিল মেহমান শাহী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শহিদুল ইসলাম (কাঞ্চন) । তিনি ২০১৮ সালে মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে উত্তীর্ণ হয়ে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে Re-frigeration & Air-conditioning technology ও পরবর্তীতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে Mechanical technology নিয়ে ২০২২ সালে বের হন। তার পড়াশোনা ইঞ্জিনিয়ারিং বিষয়ে হলেও কলকারখানার অ-সার নিষ্প্রাণ যন্ত্র,জড় পদার্থ নিয়ে কারবার হলেও গাছ-লতাপাতা,ছায়া-তরুর দিকেই তাঁর ঝোঁক,মনোযোগী ও অনুরাগী। তাই তিনি Diploma Engineering এর পাশাপাশি নাটোরর দাসগ্রাম আদর্শ মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়ে বর্তমানে "প্রাণিবিদ্যা" বিভাগে অনার্স করছেন। এছাড়াও লেখকের আরও একটি পরিচয় হল সম্প্রতি তিনি ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(ডুয়েট) ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়ে বর্তমানে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর (আর.এসি)খন্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন।

ইয়াছিন আলিফ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon