শিবলী এইচ আহমদ

শিবলী এইচ আহমদ

শিবলী এইচ আহমদ

শিবলী হুসাইন আহমদ বাংলাদেশের কর্পোরেট জগতে সুপরিচিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত একজন এইচআর প্রফেশনাল এবং সফট স্কিলস ট্রেইনার। দেড় যুগের বেশি ক্যারিয়ারে তিনি দেশি-বিদেশি বেশ কয়েকটি বড় গ্রুপ অব কোম্পানীজ যেমন-কিউবি, প্যাসিফিক, ডেকো, নাভানা, মেঘনা, ড্যানকুভস, বসুন্ধরা গ্রুপে মানবসম্পদ বিভাগের উচ্চপদে কাজ করেছেন। তিনি বর্তমানে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর মানবসম্পদ বিভাগের প্রধান হিসাবে কর্মরত। বহুবছর যাবত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং ফ্রেশ গ্রাজুয়েটদের ক্যারিয়ার উন্নয়নমূলক নানা স্বেচ্ছাসেবী কাজের জন্য তিনি ২০১৮ সালে আমেরিকার গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডরস ফাউন্ডেশন হতে গ্লোবাল গুডউইল এম্বাসেডর হিসাবে স্বীকৃতি পান। তিনি যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া ও দুবাই থেকে বাংলাদেশের টপ এইচআর প্রফেশনাল হিসাবে স্বীকৃতি লাভ করেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য এইচআর এ্যাসোসিয়েশন যেমন-বিএসএইচআরএম-এর ইসি, বিএফএমসিজিএইচআরএমএস-এর উপদেষ্টা, এইচআরসিবি-এর ফাউন্ডার মেম্বার হিসাবে দায়িত্বরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরো ৪টি বিশ্ববিদ্যালয় হতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-এর উপর স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা ও প্রফেশনাল ডিগ্রি, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে স্নাতকোত্তর, আইনে স্নাতক, সোশ্যাল কমপ্লায়েন্স এবং বাংলাদেশ লেবার ল'-এ স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেছেন। এছাড়াও তিনি সফট স্কিলস ট্রেইনার, ক্যারিয়ার কাউন্সেলর, ক্যারিয়ার কলামিস্ট ও ব্লগার।

শিবলী এইচ আহমদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1
View
Sort
0

৳ 0