শান ইলাহী

শান ইলাহী

শান ইলাহী ১৯৯৬ সালের মে মাসে কুয়েতে জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি পরিবারসহ বাংলাদেশে ফিরে আসেন। স্নাতক শেষ করেছেন ইংরেজি সাহিত্য ও কম্পিউটিং সাইন্স নিয়ে। এছাড়া এসোসিয়েট ডিগ্রির জন্য পড়াশোনা করছেন মনস্তাত্ত্বিক বিদ্যা নিয়ে। পেশাগত জীবনে তিনি ব্যবসায়ী, শিক্ষক ও লেখক। নিজেকে আড়ালে রেখে লেখালেখি করতে ইচ্ছুক তিনি। তাই ছদ্মনামে লেখালেখিতে অভ্যস্ত। এর আগেও ভিন্ন ছদ্মনামে আরও ৫টি বই লিখেছেন তিনি। 'শান ইলাহী' ছদ্মনামে এটিই তার প্রথম বই।

শান ইলাহী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon