শান ইলাহী ১৯৯৬ সালের মে মাসে কুয়েতে জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি পরিবারসহ বাংলাদেশে ফিরে আসেন। স্নাতক শেষ করেছেন ইংরেজি সাহিত্য ও কম্পিউটিং সাইন্স নিয়ে। এছাড়া এসোসিয়েট ডিগ্রির জন্য পড়াশোনা করছেন মনস্তাত্ত্বিক বিদ্যা নিয়ে। পেশাগত জীবনে তিনি ব্যবসায়ী, শিক্ষক ও লেখক। নিজেকে আড়ালে রেখে লেখালেখি করতে ইচ্ছুক তিনি। তাই ছদ্মনামে লেখালেখিতে অভ্যস্ত। এর আগেও ভিন্ন ছদ্মনামে আরও ৫টি বই লিখেছেন তিনি। 'শান ইলাহী' ছদ্মনামে এটিই তার প্রথম বই।
৳ 0