নিয়াজ মোর্শেদ

নিয়াজ মোর্শেদ

জন্ম ও বেড়ে উঠা ঢাকায়। প্রাতিষ্ঠানিক পড়াশোনা সমাজবিজ্ঞানে মাস্টার্স , কিন্ত নটা পাচটা চাকরী বাকরীর ধার ধারেন নি। ঘুরে বেড়িয়েছেন সমগ্র বাংলাদেশে। কখনো নেশায় , কখনো পেশায়। এলাকার ছোট গন্ডির আড্ডায় পোষায় নি , চষে বেড়িয়েছেন ৬৪ জেলা সহ ৩৫০ এর মত উপজেলাতেও। কখনো সাইকেলে , কখনো হেটে, কখনো বিদেশি গেস্টদের জন্য ফ্রিল্যান্স গাইডের ভূমিকায় , কখনো গবেষনা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহক বা গিফট কোম্পানীর ডেলিভারি ম্যান হিসেবেও। ঘুরতে ঘুরতেই পেয়েছেন দেশে বিদেশে হাজারো বন্ধু। বর্তমানে থিতু আছেন tripmate নামে নিজের একটি আউটডোর এপারেলস ও গিয়ার প্রতিষ্ঠায়। তবু পথের ডাক , পাহাড় নদী জংগলের সাথে সখ্য কমে নি। সময় পেলেই বেড়িয়ে পরেন সহধর্মিণী টুম্পা সহ দেশে বিদেশে।

নিয়াজ মোর্শেদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon