ইব্রাহীম ভূঁইয়া

ইব্রাহীম ভূঁইয়া

ইব্রাহীম ভূঁইয়া ৭ ডিসেম্বর ১৯৮১ সালে টাঙ্গাইল জেলার দেলদুয়ারে সম্ভ্রান্ত এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা মৃত- ডাঃ আবু তাহের ভূঁইয়া, মাতা মৃত- আনোয়ারা বেগম। তিনি ১৯৯৭ সালে সৈয়দ আব্দুল জব্বার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সৈয়দ মহব্বত আলী সরকারী ডিগ্রী কলেজ থেকে এইসএসসি পাশ করেন। তার শৈসব ও কৈশর দেললদুরারেই কেটেছে। এরপর তিনি ঢাকা সিটি কলেজ থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বিগ ও সলিউশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি সমাজ ও রাষ্ট্রের অনিয়ম, দূর্নীতি, অসংগতি, অনাচার, দুরাচার এবং মানুষের নিতী-নৈতিকতা, চিন্তা ও দর্শন নিয়ে ভাবেন এবং এগুলোকেই তিনি তার লেখায় কাব্যিকভাবে তুলে ধরার চেষ্টা করেন।
তিনি কিশোর বয়স থেকেই লেখালেখি এবং বিভিন্ন সামামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি প্রায় বিশ বছর যাবৎ রোটারি ক্লাবের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। রোট্যাক্ট ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গার সাবেক সভাপতি এবং বর্তমানে রোটারী ক্লাব অব গুলশান টাইগার্সের সদস্য।
তার প্রথম বই কাব্যগ্রন্ত- “চোর” ২০০৬ সালে প্রকাশিত হয়। এরপর বেশ কিছুদিন বিরতি দিয়ে ২য় কাব্যাগ্রন্থ- “মেঘরাঙা প্রজাপতি” ২০১১ সালে, “মধ্যবিত্ত”- ২০২০ সালে প্রকাশিত হয়। ২০২১ সালে প্রকাশিত হয় তার প্রথম প্রেমের উপন্যাস “লাভ শেডিং”, ২০২৪ সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ- “আমিত্ব” এবং একুশে গ্রন্থমেলা ২০২৫ এ বের হয়েছে কাব্যগ্রন্থ- "হাসিফ্যাজম"।