এম. দিলদার উদ্দিন

এম. দিলদার উদ্দিন

এম. দিলদার উদ্দিন

লেখক পরিচিতি
এম দিলদার উদ্দিন পেশায় একজন সাংবাদিক ও সম্পাদক। জন্ম ১৯৬১ খ্রিস্টাব্দের ১১ সেপ্টেম্বর নোয়াখালী জেলার হাতিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের গুল্যাখালী গ্রামের ছৈয়দিয়া এলাকায় । তাঁর পিতার নাম সামছুল হুদা মিয়া ও মাতার নাম জেবুন্নেছা।
মাধ্যমিক শিক্ষায় তিনি প্রথমে ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়, মফিজিয়া উচ্চ বিদ্যালয় ও পরে এ এম উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে ১৯৭৯ খ্রিস্টাব্দে এসএসসি ও হাতিয়া দ্বীপ সরকারি কলেজ থেকে ১৯৮১ খ্রিস্টাব্দে এইচএসসি পাস করে নোয়াখালী সরকারি কলেজে বিএসসি-তে ভর্তি হন। ১৯৮৩ খ্রিস্টাব্দে বিএসসি পরীক্ষা দিয়েই তিনি সাংবাদিকতা পেশায় যোগ দেন। ওই সময় তিনি নোয়াখালীর স্থানীয় পত্রিকা জাতীয় নিশান ও অবয়ব পত্রিকায় হাতিয়া থেকে নিয়মিত সংবাদ প্রেরণ করতেন। ১৯৮৫ খ্রিস্টাব্দে তিনি দ্বীপচিত্র নামে হাতিয়া থেকে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। অনিয়মিতভাবে পত্রিকাটি দুই বছর সম্পাদনার পর তিনি ১৯৮৬ সালের শেষের দিকে ঢাকায় গিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ও ঢাকা প্রি-ক্যাডেট স্কুল (ফার্মগেট)এ শিক্ষকতায় যোগ দেন। দুই বছর শিক্ষকতার পর তিনি নাড়ী ও পেশার টানে শিক্ষকতা ছেড়ে হাতিয়ায় ফিরে এসে ১৯৮৮ খ্রিস্টাব্দে দৈনিক ইনকিলাব পত্রিকাসহ বেশ কয়েকটি জাতীয় সাপ্তাহিক ম্যাগাজিন ও নোয়াখালীর একাধিক পত্রিকায় হাতিয়া প্রতিনিধি হিসেবে আবার সাংবাদিকতা শুরু করেন। ওইসব পত্রিকায় প্রতিনিধিত্বের পাশাপাশি পরে তিনি ১৯৯৫ খ্রিস্টাব্দে হাতিয়া কণ্ঠ নামে একটি পাক্ষিক পত্রিকার সরকারি অনুমোদন নিয়ে হাতিয়া থেকে নিয়মিত প্রকাশ করেন যা এখনও অব্যাহত রয়েছে ।
তিনি ২০১০ খ্রিস্টাব্দে পরিবার নিয়ে নোয়াখালী জেলা শহরে সেটেল্ড হন । জেলা শহরে অবস্থান করেও তিনি হাতিয়ার সংবাদগুলোর গুরুত্ব দিয়ে হাতিয়া কণ্ঠ ছেপে হাতিয়ার পাঠকদের কাছে পৌঁছান। ২০১৪ খিস্টাব্দের শুরু থেকে তাঁর সম্পাদিত হাতিয়া কণ্ঠকে কেবল হাতিয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রযুক্তির বিকাশের বদৌলতে তিনি পত্রিকাটি হার্ডকপির পাশাপাশি www.dailyhatiakantha.com নামে অনলাইনে দৈনিক নিয়মিত প্রকাশ করে যাচ্ছেন । তিনি ন্যায় প্রতিষ্ঠায়, দুর্নীতির বিরুদ্ধে এবং মানুষের কল্যাণেই সাংবাদিকতা করেছেন আজীবন। অন্য পেশায় ক্যারিয়ার গড়ার সুযোগ থাকা সত্বেও তিনি এ পেশা ছাড়েন নি। নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মত প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে লেখনির মাধ্যমে প্রতিবাদ করে গেছেন নিরন্তর।
সাংবাদিক দি

এম. দিলদার উদ্দিন এর বই সমূহ

Showing 1 to 1 of 1
View
Sort
0

৳ 0