আরমান খান ছামির

আরমান খান ছামির

উদীয়মান তরুণ লেখক আরমান খান ছামির ২০০৫ সালের ২১শে সেপ্টেম্বর কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন অন্তর্গত পাঁচপুকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. আমির হোসেন খান এবং মাতা মোসা: রাশেদা বেগম। বর্তমানে তিনি ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে "সিভিল ইঞ্জিনিয়ারিং" নিয়ে পড়াশোনা করছেন।
গ্রামীণ পরিবেশের রূপ, রং এবং সৌন্দর্য গায়ে মেখে তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই আরমান খান ছামির লেখালেখির প্রতি ছিলেন গভীর অনুরাগী। তার লেখায় উঠে আসে সামাজিক জীবনব্যবস্থা, মানুষের সুখ-দুঃখ, তরুণদের স্বপ্ন, ইসলামিক মূল্যবোধ, মানবিক চিন্তা-ভাবনা এবং অন্যায় ও অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদসহ ইত্যাদি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়। তার লেখাগুলো বাংলাদেশের বহুল প্রচারিত ম্যাগাজিন, জাতীয় দৈনিক পত্রিকা, মাসিক ও সাপ্তাহিক পত্রিকাসহ বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়ে আসছে। প্রাত্যহিক জীবনের পাশাপাশি লেখক নানা সামাজিক, সাংস্কৃতিক ও শিশু সংগঠনে কাজ করে যাচ্ছেন।
"অতঃপর হাসনাহেনা হেসেছিল" লেখকের প্রথম প্রকাশিত বই, যা ২০২৫ একুশে বইমেলায় পাঠকদের হাতে আসে। কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করার উদ্দেশ্যে বইটি চমৎকার গল্পগুলোর বুননে সাজানো হয়েছে।
লেখকের প্রতিটি রচনায় ভাবনার গভীরতা, কারুকার্যময় ভাষাশৈলী, শব্দের গাঁথুনি, যুক্তির দৃঢ়তা, বহুমাত্রিক কাহিনির অবতারণা এবং বাস্তব জীবনের নিখুঁত প্রতিফলন ফুটে ওঠে। "তার রচনাগুলো পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং তিনি তরুণ লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সমাজের বাস্তব চিত্র সফলতার সঙ্গে তুলে ধরতে তার লেখনী বিশেষভাবে সমাদৃত।"
লেখক আরমান খান ছামির তাঁর অনবদ্য সাহিত্যকর্মের জন্য পেয়েছেন অসংখ্য স্বীকৃতি, যার মধ্যে কিশোর পাতা জাতীয় গল্প লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন এবং বসিরহাট লিটল ম্যাগাজিন রাইটার্স অ্যাসোসিয়েশন, ভারত কর্তৃক আয়োজিত গল্প প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া, তিনি তার অসাধারণ সাহিত্য অবদানের স্বীকৃতিস্বরূপ "কবি নজরুল সাহিত্য পদক" এবং "বেগম রোকেয়া সাহিত্য পদক"সহ বিভিন্ন সাহিত্য সম্মাননায় ভূষিত হয়েছেন।
লেখকের লক্ষ্য হলো সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা, মানবিকতা এবং ইসলামের সঠিক বার্তা ছড়িয়ে দেওয়া। এই নীতিই তার সাহিত্যকর্মের মূল অনুপ্রেরণা, যা পাঠকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার উদ্দেশ্যে কাজ করে।
 

আরমান খান ছামির এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon