শেখ ওমর আলী

শেখ ওমর আলী

সৈয়দপুর শহরের এক মুসলিম পরিবারের সন্তান কবি শেখ ওমর আলী। পিতা মৃত শেখ আকবর আলী সৈয়দপুর রেলওয়ে কারখানার একজন অবসর প্রাপ্ত কর্মী এবং মাতা হালিমা খাতুন একজন গৃহিনী । খুব ছোটবেলা থেকেই বই পাঠের প্রতি প্রবল আগ্রহের সৃষ্টি। বড় হতে হতে সাহিত্যের প্রতি বিশেষ অনুরাগ অনুভব করতে শেখেন। ছাত্র জীবনের সেই বোধ থেকেই লেখালেখির হাতেখড়ি।
‘‘২৪’ অন্তে প্রথম রক্ত ফাগুন" কবি শেখ ওমর আলীর প্রথম কাব্যগ্রন্থ। শিক্ষা জীবনে তিনি কারমাইকেল কলেজ, রংপুর থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি একটি বিদেশি প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। দেশ বিদেশে ভ্রমন পিপাসু শেখ ওমর আলীর সাহিত্যমনা ভাবুক মন নির্জনতায় নিমগ্ন থাকতে ভীষণ ভালোবাসলেও তিনি দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক মানুষদের জীবন ও জীবিকার সাথে সখ্য গড়ে তুলতে পছন্দ করেন। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের আনন্দ অনুভূতির মধ্য দিয়ে সাহিত্যের প্রতি তার আরো বিশেষ টান অনুভব করবেন বলে আশা করছি। কবির আগামীর পথচলা আরো সুন্দর ও সম্মৃদ্ধ হোক। বাংলা সাহিত্যে শেখ ওমর আলীর উত্তরোত্তর সম্মৃদ্ধি কামনা করছি ।
 

শেখ ওমর আলী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon