আবরার ঋষি

আবরার ঋষি

আবরার ঋষি; লেখক নাম। প্রাতিষ্ঠানিক নাম রফিকুল ইসলাম রফিক; পেশায় চিকিৎসক ও গবেষক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। পিতা- এস এম নজরুল ইসলাম, মাতা- রাহিমা খাতুন। দুরন্ত শৈশব আর কৈশোরে প্রকৃতির সাথে ছিলো এক নিবিড় আত্মীয়তা। পাবনা অঞ্চলের সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা। অধ্যয়ন পাবনা আর রাজশাহীতে, তারপর থেকে বসবাস ঢাকার ইটপাথরের সাথে! নেশা আছে মানুষের মনের অলিগলি খুঁজে তাকে বের করে চিনে নেবার; এ এক আজন্ম খেয়াল, এর শেষ নেই। কিন্তু মানুষকে যে জানতেই হবে, চিনতেই হবে তাকে ও নিজেকেও! এ কাজে নিজেকে ডুবিয়ে রাখা এক অসীম সাধনা, সাধনার একটি প্রকাশ কিছু লেখা-জোকা; তারই আরেকটি ক্ষুদ্র প্রয়াস এই কিছু পঙ্ক্তিমালা।

আবরার ঋষি এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon