ডঃ মোঃ মাইমুল আহসান খাঁন

ডঃ মোঃ মাইমুল আহসান খাঁন

ড. মোঃ মাইমুল আহসান খান একজন খ্যাতনামা ও সৃজনশীল লেখক এবং আইন বিভাগের অধ্যাপক। তিনি বিচারশাস্ত্র, ইসলামী আইন, আন্তর্জাতিক বাণিজ্য আইন, ইসলাম ও মুসলিম সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, মানবাধিকার এবং মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়া অধ্যয়ন বিষয়ে বিশেষজ্ঞ। তিনি ইংরেজি, রুশ ও বাংলা ভাষায় বহু গ্রন্থ ও গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন, যা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, তুরস্ক, বাংলাদেশসহ সাবেক সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন দেশে প্রকাশিত হয়েছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এবং ইসলামিক ইউনিভার্সিটি-গাজীপুরের আইন ও শরীয়াহ বিভাগের সাবেক চেয়ারম্যান। একজন আইনজ্ঞ ও ফুলব্রাইট ফেলো হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় (UIUC-Law), ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (UC-Davis-Berkeley), চেক রিপাবলিকের টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ লিবেরেচ, মালয়েশিয়ার মালেকশা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. খান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (যুক্তরাষ্ট্র)-এ আফগানিস্তান বিষয়ক কান্ট্রি স্পেশালিস্ট (২০০০-২০০৬) হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশ ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও যুক্তরাজ্যের লেস্টারে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সাথেও যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন সোভিয়েত, ইরানি, তুর্কি, চেক, মালয়েশিয়ান, তাইওয়ানিজ, জাপানি ও আমেরিকান একাডেমিক প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং মানবাধিকার লঙ্ঘন ও মুসলিম-বাঙালিদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিলেন।

তিনি ১৯৮৫ সালে তাশকেন্ট স্টেট ইউনিভার্সিটি থেকে "বিচারশাস্ত্র এবং মধ্যপ্রাচ্যে ইসলামী আইনের প্রয়োগ" বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণায় তিনি সোভিয়েত আমলের প্রচলিত ধারণা—"ইসলাম বিলুপ্ত এবং মুসলিমদের ভবিষ্যৎ নেই"—চ্যালেঞ্জ করে প্রমাণ করেন যে ইসলাম এখনো জীবন্ত এবং মুসলিমরা বিশ্বসভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের একাডেমিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডঃ মোঃ মাইমুল আহসান খাঁন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon