মোঃ তানজিমুল ইসলাম

মোঃ তানজিমুল ইসলাম

মোঃ তানজিমুল ইসলাম

কবি মোঃ তানজিমুল ইসলাম ২৩ মার্চ ২০০৩ইং সালে রংপুর বিভাগের অন্যতম নিলফামারী জেলার কিশোরগঞ্জ থানার চাঁদখানা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চাঁদখানা গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ বদিউজ্জামান, মাতা মোছাঃ তাজমিনা বেগম। শিক্ষা জীবনে তিনি চাঁদখানা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি কম্পিউটার অপারেটর পদে নারায়নগঞ্জ জেলায় কর্মরত আছেন। কবির প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হলো- কবি কন্ঠ, বইয়ের মেলা, হাজার কবির হাজার কবিতা। এছাড়াও তিনি চব্বিশের গণবিস্ফোরণসহ যৌথভাবে বেশ কয়েকটি কাব্যে অংশগ্রহণ করেছেন। ২০২৪ সালের অমর একুশে বইমেলায় কবির সম্পাদনায় প্রকাশিত হচ্ছে- “কাব্যের স্নিগ্ধতা” কাব্যগ্রন্থটি। তিনি বর্তমানে “নিলফামারী স্বপ্ন সাহিত্য পরিবার” -এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসবে দায়িত্ব পালন করছেন।

মোঃ তানজিমুল ইসলাম এর বই সমূহ

View
Sort
empty data
0

৳ 0