মোঃ এখলাছুর রহমান (জয়)। জন্মঃ ২০০০ সালের ৫ই ফেব্রুয়ারি, মৌলভীবাজার জেলার বাহাদুরপুর গ্রামের এক মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতা- মাওঃ ফজলুর রহমান। মাতা- নমিনা বেগম। কলেজ জীবন থেকে লেখালিখিতে তিনি বেশ আগ্রহী হয়ে পড়েন। অবসর সময়ে কবিতা লিখতে ভালোবাসেন। কবিতা, ছড়া, প্রবন্ধ লেখালিখির মাধ্যমে কবি বেশ জনপ্রিয় হয়ে উঠেন। কবির প্রথম সম্পাদিত কাব্যগ্রন্থ "শুভ্রতার ছোঁয়া" এর পর যৌথ কাব্যগ্রন্থ "রক্তে ভেজা ফিলিস্তিন" ও নির্জনতার নীল চিঠি। এছাড়া কবির উল্লিখিত বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ- অভাব নামের দুটি পাখি, ফুল পাখিদের কথা, সাহিত্যের জাগরণ, শুভ্রতার ছোঁয়া, রক্তে ভেজা ফিলিস্তিন, নির্জনতার নীল চিঠি, নারীত্বের বেদনা, জুলাই এক বিদ্রোহ ইত্যাদি। তাছাড়া যে কোন প্রতিবাদ মূলক বা বিদ্রোহী কবিতা তিনি অনায়াসে লিখে যান। বিভিন্ন কাব্যগ্রন্থ ছাড়াও জাতীয় পত্রিকায় অনেক লেখা প্রকাশিত হয়। কবির লেখার মাধ্যম হলো দেশ ও সমাজের উপকার করা। দেশের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলাই কবির মূল উদ্দেশ্য। দোয়া করি কবির লেখা যেন শত শত সাহিত্য প্রেমীদের অনুপ্রেরণা হয়ে থাকে। আমরা কবির উত্তরোত্তর সফলতা কামনা করছি।
৳ 0