আনন জামান অষ্টম শ্রেণিতে পড়াকালীন সময়ে কিশোর সেঁজুতি নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করে যাত্রা পালার আদলে তার রচিত রুদ্রলীলা মঞ্চায়ন করেন। এ দলের ব্যানারে স্বার্থের খেলা, সমাজের আর্তনাদ, বসন্তের নীল নক্ষত্র যাত্রানাটক মঞ্চে আনেন। ১৯৯৪ হাকিম আলী গায়েন থিয়েটার প্রতিষ্ঠা করেন। ১৯৯৮ সালে সাভারে প্রতিষ্ঠা করেন বুনন থিয়েটার।
৳ 0