শাফায়েত আশরাফ

শাফায়েত আশরাফ

শাফায়েত আশরাফের জন্ম ১৯৯০ সালে। তিনি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে মাধ্যমিক ও রাজউক উত্তরা মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি নিয়মিত প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। ২০১২ সালে তার দল জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ী হয় শাফায়েতের বাংলা ব্লগে অ্যালগরিদম নিয়ে ৫০টিরও অধিক প্রবন্ধ আছে (www.shafaetsplanet.com/blog)। তিনি বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড এবং ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার বিচারক এবং প্রবলেমসেটার হিসাবে কাজ করেছেন। এছাড়াও তিনি এনসিপিসি (National Collegiate Programming Contest) সহ বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রী লাভের পর তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর (National University of Singapore) এর সেন্টার ফর কোয়ান্টাম টেকনোলজিতে ইন্টার্ন রিসার্চার হিসাবে কাজ করেছেন। বর্তমানে তিনি হ্যাকারর‍্যাঙ্ক ডট কম (hackerrank.com) এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং প্রবলেম কিউরেটর হিসাবে কাজ করছেন।

শাফায়েত আশরাফ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon