ড. রতন সিদ্দিকী

ড. রতন সিদ্দিকী

ড. রতন সিদ্দিকী কথাকার রতন সিদ্দিকীর পরিচিতি অসামান্য বাগী ও নিরুপম শিক্ষক হিসেবে। তিনি লিখছেন শৈশব থেকে। তবে সেসব লেখা প্রথম গ্রন্থরূপ পায় ১৯৯৪ খ্রিষ্টাব্দে। এরপর থামেন নি আর অবিরল সৃজনে অদ্যাবধি মগ্ন তিনি। এখন তার গ্রন্থ সংখ্যা বিশ ছাড়িয়েছে। রতন সিদ্দিকী লিখেছেন উপন্যাস, গল্প, প্রবন্ধ, নাটক, স্মৃতিকথা ও ব্যপুস্তক সংকলন ও সম্পাদনা করেছেন অভিধান ও চিরায়ু সাহিত্য। তাঁর জন্ম ২২-এ অক্টোবর, ১৯৬৩ খ্রিষ্টাব্দে। পৈতৃক নিবাস নরসিংদী। জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর। তবে শৈশব, কৈশাের ও যৌবনের সূচনায় থেকেছেন খুলনায়। শিক্ষার প্রয়ােজনে ছুটেছেন রাজশাহী ও ভারতবর্ষে। বর্তমানে স্থায়ীভাবে থাকছেন ঢাকায়। মার্কসবাদে অনুপ্রাণিত রতন সিদ্দিকী সকল সময়ে পঁচিশের টগবগে যৌবনে আছেন স্থির। তার গর্ব তিনি বাঙালি। তার অহংকার- মাতৃভূমি বাংলাদেশ।

ড. রতন সিদ্দিকী এর বই সমূহ

Showing 1 to 21 of 21

View

Sort icon


Previous1Next