মাহবুব তালুকদার

মাহবুব তালুকদার

মাহবুব তালুকদার জন্ম ১৯৪১ সালের ১ জানুয়ারি । তিনি ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। কর্মজীবনের সূচনায় ষাটের দশকের শুরুতে দৈনিক ইত্তেফাক-এর সাংবাদিক, পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় যুক্ত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে প্রবাসী মুজিবনগর সরকারের তথ্য বিভাগে যোগদান করেন। ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত বঙ্গভবনে চারজন রাষ্ট্রপতির অধীনে দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকারী প্রেস সচিব ছিলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে বাংলাদেশ নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার পদে নিয়োজিত হন। উপন্যাস, গল্পগ্রন্থ, কাব্যগ্রন্থ, ছোটদের গল্পের বই, ছড়ার বই ও ভ্রমণকাহিনি মিলিয়ে তাঁর বইয়ের সংখ্যা ৪৮। এর মধ্যে আত্মজৈবনিক গ্রন্থ বঙ্গভবনে পাঁচ বছর ও আমলার আমলনামা বহুল পঠিত। প্রথমা প্রকাশন থেকে তাঁর ছড়াসমগ্র প্রকাশিত হয়েছে। ২০১২ সালে শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। মৃত্যু ২৪ আগস্ট ২০২২।

মাহবুব তালুকদার এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon