মোস্তফা কামাল খান। জন্ম: ২০ অক্টোবর ১৯৭৮ইং সালে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামের এক কৃষক পরিবারে। পিতা আব্দুস ছালাম খান। মাতা হালিমা খাতুন। তিনি পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান। সাত ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়ো। মঠবাড়িয়া উপজেলার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাফা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এসএসসি-তে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। কলেজে পা দিয়ে ১৯৯৮ সালে এইচএসসি এবং ২০০১ সালে বিএ পাশ করেন। বর্তমানে সাফা কিন্ডারগার্টেন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তরুণ লেখক হিসেবে "নম্বরটা শূন্য শূন্য ডাবল জিরো শূন্য" দিয়ে তাঁর সাহিত্য অঙ্গনে যাত্রা শুরু। "গোহিনখালী ঘাট" তাঁর দ্বিতীয় উপন্যাস। এছাড়াও তিনি বিষয়ভিত্তিক জারিগান ও বরিশালের আঞ্চলিক ভাষায় ছড়া-কবিতা লিখেন। সেগুলো প্রকাশের অপেক্ষায়। আপনারা তাঁর জন্য দোয়া করবেন। দেশ ও জাতিকে যেন আরো ভালো কিছু উপহার দিতে পারেন। অবশেষে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
৳ 0