- বিষয়
- লেখক
- প্রকাশনী
- বিশ্বসাহিত্য কেন্দ্র
- অন্যপ্রকাশ
- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- অন্বেষা প্রকাশন
- প্রতীক প্রকাশনা সংস্থা
- পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
- ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা
- হার্পার কলিনস পাবলিশার্স
- কাকলী প্রকাশনী
- রুপা পাবলিকেশন্স
- অনুপম প্রকাশনী
- মাওলা ব্রাদার্স
- পার্ল পাবলিকেশন্স
- পেঙ্গুইন র্যান্ডম হাউস
- দে’জ পাবলিশিং
- জ্ঞানকোষ প্রকাশনী
- আরও দেখুন...
- একুশে বইমেলা
- সর্বোচ্চ ডিসকাউন্ট
- স্টেশনারি
আলী ইমাম
আলী ইমাম বাংলাদেশের শিশুসাহিত্যে একটি উল্লেখযোগ্য নাম। তিনি ৩১ ডিসেম্বর ১৯৫০ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। আলী ইমাম তার শৈশব, কৈশোর এবং যৌবনের সোনালি দিনগুলো ঢাকায় কাটিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি শিশু-কিশোরদের জন্য গল্প-কবিতা-ছড়া-উপন্যাস -প্রবন্ধ-নিবন্ধ-জীবনী সাহিত্য লিখে থাকেন। বাংলাদেশের হাতেগোনা যে কজন লেখক কল্পবিজ্ঞানের চর্চা করছেন আলী ইমাম তাঁদের মধ্যে অগ্রগণ্য। রহস্য-রোমাঞ্চগল্প এবং অ্যাডভেঞ্চার লেখার ক্ষেত্রেও তিনি সুদক্ষ। তাছাড়া তিনি বিজ্ঞানের নানা জানা-অজানা তথ্য নিয়ে শিশু-কিশোরদের জন্য অবিরাম লিখে চলছেন। রূপকথা, হাসির গল্প, ভূতের গল্প, গোয়েন্দা কাহিনী, শিশুতোষ ফ্যান্টাসি, লোমহর্ষক গল্প ইত্যাদি রচনায় তাঁর জুড়ি মেলা ভার। বর্তমানে তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা পাঁচ শতাধিক। শিশু সাহিত্য ও শিশু সংগঠনের সঙ্গে তিনি শৈশব থেকেই সম্পৃক্ত। প্রচুর অনুষ্ঠান করেছেন বেতার এবং টেলিভিশনে। তিনি বাংলাদেশের কজন অগ্রগণ্য সংগঠক এবং সুবক্তাও বটে। একজন বিতার্কিক হিসেবে তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। এ যাবত তিনি তাঁর সামগ্রিক সাহিত্যকর্মের জন্য যে সমস্ত পুরস্কারে সম্মানিত হয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- বাংলা একাডেমি পুরস্কার, ইকো সাহিত্য পুরস্কার, জ্ঞানতাপস অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, বাংলাদেশ লেখিকা সংঘ স্বর্ণপদক, নওয়াব সলিমুল্লাহ পদক, নব কুঁড়ি পদক, সমাজকল্যাণ-কর্মী সংঘ পুরস্কার, জসীমউদ্দীন স্মৃতি সংসদ পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ছোটদের কাগজ শিশুসাহিত্য পুরস্কার।