ডা. প্রণব কুমার চৌধুরী

 ডা. প্রণব কুমার চৌধুরী

ডা. প্রণব কুমার চৌধুরী

ডা: প্রণবকুমার চৌধুরী চট্টগ্রাম জেলার বােয়ালখালী থানার অন্তর্গত সারােয়াতলী গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মসাল ১৩৬৫। স্বৰ্গত মাতামহ যােগেন্দ্রলাল দাশ-এর যত্ন ও আদরে বাল্যকাল কেটেছে। ধলমাই প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পটিয়া এবং চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজে শিক্ষা সম্পন্ন করে ১৯৯৫ ইংরেজিতে শিশুস্বাস্থ্য বিষয়ে এফসিপিএস অর্জন করেন। শিশুস্বাস্থ্য বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখে থাকেন। আছে একাধিক গবেষণাপত্র। আপনার শিশু’, ‘শিশুর জীবন’, ‘শিশুর খাওয়াদাওয়া প্রভৃতি গুরুত্বপূর্ণ ও সমাদৃত গ্রন্থসমূহ রচনা করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুস্বাস্থ্য বিষয়ে কনসালটেন্ট হিসেবে কর্মরত। অবসরে কবিতা রচনা ও বাগানে ফুল গাছের পরিচর্যা করে কাটাতে ভালবাসেন।

ডা. প্রণব কুমার চৌধুরী এর বই সমূহ

Showing 1 to 1 of 1
View
Sort
0

৳ 0