ছোটবেলা থেকেই নওশাদ জামিলের সৃজনশীল লেখালেখি শুরু। দেশের প্রায় সব সাহিত্যপত্রিকা, লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে তাঁর কবিতা, গল্প, প্রবন্ধ-নিবন্ধসহ নানা কিছু। ছোটকাগজে লেখার পাশাপাশি সব গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক ও সাহিত্য সাময়িকীর নিয়মিত লেখক তিনি। এ ছাড়াও কলকাতার বিভিন্ন পত্রিকায়, ছোটকাগজে প্রকাশ পেয়েছে নানাধর্মী সাহিত্যকর্ম। ২০১১ সালে গ্রন্থমেলায় ঐতিহ্য থেকে প্রকাশিত হয় প্রথম কবিতার বই তীর্থতল। ২০১৪ সালে একই প্রতিষ্ঠান থেকে বের হয় কাব্যগ্রন্থ কফিনে কাঠগোলাপ। ২০১৬ সালে অন্যপ্রকাশ থেকে বের হয় কবিতার বই ঢেউয়ের ভেতর দাবানল। কবিতার জন্য পেয়েছেন কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার, ভারতের কলকাতা থেকে পেয়েছেন আদম সম্মাননা পুরস্কার। পেশা সাংবাদিকতা। দৈনিক প্রথম আলোয় কাজ করেছেন, বর্তমানে কাজ করছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকায়। সাংবাদিকতায় পেয়েছেন ইউনেস্কো-বাংলাদেশ জার্নালিজম অ্যাওয়ার্ড। তার জন্ম ১৯৮৩ সালের ১ মে, ময়মনসিংহের ভালুকায়। শৈশব-কৈশোর কেটেছে ভালুকার সিডস্টোর বাজার এলাকায়। প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা সেখানেই। তারপর চলে আসেন ঢাকায়, ভর্তি হন ঢাকা স্টেট কলেজে। উচ্চ মাধ্যমিক শেষে পড়াশোনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সরকার ও রাজনীতি বিভাগে। সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর।
৳ 0