জাওয়াদ উল আলম

জাওয়াদ উল আলম

ভদ্রলোকের নাম- জাওয়াদ উল আলম। জন্মের পর থেকেই তিনি বই পড়ায় আগ্রহী ছিলেন না। মাসুদ রানা কিংবা তিন গোয়েন্দা পড়ে যে শৈশব কিংবা কৈশোরের প্রথমার্ধ্ব কেটেছে এটা বললেও ডাহা মিথ্যা কথা হবে। তবে এটা ঠিক যে পত্রিকার পাতায় কখনো কখনো কোনো ছোট রহস্যময় গল্প তাকে বেশ টানত। বই পড়ার আগ্রহের দিকে এগিয়ে যাওয়া গল্পটা কচ্ছপের মতোই ধীরগতির। তবে বিশেষ এক ঘরানার মুভি তার বেশি ভালো লাগত। 'ডনি ডার্কো' মুভিটা দেখার পর থেকেই থ্রিলার ঘরানায় যত কৌতূহলের জন্ম হয়। তারপর ধীরে ধীরে মুভি থেকে বই পড়া, এই যাত্রা এখনো চলমান। তার মাঝেই হুট করে একদিন তিনি তার প্রথম উপন্যাস লিখে ফেলেন। ২০২০ সালে সেটা প্রকাশিতও হয়। ধারাবাহিকভাবে, ২০২১ সালে প্রকাশিত হয় বনফুল সিরিজের প্রথম বই 'বনফুল তার বাড়িটি বন্ধক রেখেছিল'। তারপর লম্বা কিন্তু ছোট একটা ছুটি নেয়ার পর, তার অনুবাদে লার্স কেপলারের লেখা জুনা লিনা সিরিজের বিখ্যাত বই 'দ্য স্যান্ডম্যান', এখন পাঠকের হাতে। ভদ্রলোক এখন মৌলিক লেখার পরিকল্পনা করছেন। যদিও তার এই মৌলিক বই বের হওয়ার সম্ভাবনা ডিসি ইউনিভার্সের পরবর্তি মুভি বের হওয়ার মতোই সম্ভাবনাময়।

জাওয়াদ উল আলম এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon