প্রারম্ভিক প্রান্তোষ

প্রারম্ভিক প্রান্তোষ

প্রারম্ভিক প্রান্তোষ। জন্মলগ্ন থেকেই বেড়ে উঠেছেন টাঙ্গাইল সদর, গালা ইউনিয়নের ব্রাহ্মণকুশিয়া গ্রামে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং স্নাতকোত্তর পর্যায়ে "এথনিক থিয়েটার স্টাডিজ" বিষয়ে মাস্টার্স করছেন। "গন্তব্যের সন্ধানে" তার প্রথম একক কাব্যগ্রন্থ। তিনি ফিল্ম ফর পিস ফাউন্ডেশন কর্তৃক পিস ফেলোশিপ পেয়েছেন ২০১৯ সালে। জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট থেকে "টেলিভিশন নাটক নির্মাণ ও প্রযোজনা কৌশল" বিষয়ে সাফল্যের সাথে কোর্স সম্পন্ন করেছেন। একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও টিভি ফিকশনের চিত্রনাট্য লেখার এবং নির্মাণের অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও মঞ্চে ২০১৩ সাল থেকে অভিনয় ও নির্দেশনার অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১৮ সালে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের তালিকাভুক্ত হন এবং রেটিং অর্জন করেন। এছাড়াও বর্তমানে ব্রিটিশ কাউন্সিলে "এক্সাম সার্ভিসে” কর্মরত রয়েছেন। প্রকাশক

প্রারম্ভিক প্রান্তোষ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon