নীরদচন্দ্র চৌধুরী (জন্ম: ২৩ নভেম্বর, ১৮৯৭, কিশোরগঞ্জ জেলা মৃত্যু: ১ আগস্ট, ১৯৯৯, ল্যাথবারি রোড, অক্সফোর্ড, যুক্তরাজ্য) ছিলেন একজন ভারতীয় লেখক। ১৯৯০ সালে, অক্সফোর্ড ইউনিভার্সিটি চৌধুরীকে অক্সফোর্ড শহরের দীর্ঘদিনের বাসিন্দা, চিঠিতে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে। ১৯৯২ সালে, তাকে ব্রিটিশ সাম্রাজ্যের অর্ডারের অনারারি কমান্ডার করা হয়েছিল।
৳ 0