মেহেদী হক

মেহেদী হক

মেহেদী হক, জন্ম ঢাকা, ১৯৮৪। পড়াশোনা করেছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে। অনার্স জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মাস্টার্স বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৭ থেকে কার্টুন আঁকছেন। উন্মাদে যোগদান ১৯৯৮ এ, এখন সেই পত্রিকার নির্বাহী সম্পাদক। সেই সাথে ২০০৩ থেকে পলিটিক্যাল কার্টুন আঁকছেন নিউ এইজ পত্রিকায়। সহযোদ্ধা কার্টুনিস্টদের সাথে ২০১১ সালে প্ৰতিষ্ঠা করেছেন বাংলাদেশ কটুনিস্ট এসোসিয়েশন। ২০১২ সালে শুরু করেন “আঁকান্তিস’ নামের আঁকিয়ে ফোরাম ও স্কুল। ২০১৩ সালে চালু করেন নিজের প্রকাশনা ঢাকা কমিক্স। ব্যক্তিগত জীবন শুরু করেছেন আরেক কাটুনিস্ট নাসরিন সুলতানা মিতু’র সাথে। প্রকাশিত বইঃ গোবরাগোটা, কার্টুন আঁকিবার ক, খ, গ এবং ‘ক্ষ’, আঁকিবুকির কলাকৌশল, আহ কাশ্মীর, কার্টুনিস্ট ও আর্টিস্টদের সহজ ফটোশপ শিক্ষা।

মেহেদী হক এর বই সমূহ

Showing 1 to 22 of 22

View

Sort icon


Previous1Next