বেবী মওদুদ

বেবী মওদুদ

লেখক, সাংবাদিক ও সংদস সদস্য বেবী মওদুদ-এর জন্ম ১৯৪৮ সালের ২৩শে জুন। তার পিতা বিচারপতি আবদুল মওদুদ এবং মাতা হেদায়েতুন নেসা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে বাংলা সাহিত্যে সম্মানসহ স্নাতক ও ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছােটবেলা থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন দৈনিক পত্রিকার ছােটদের পাতায়। লিখতে থাকেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা, বাংলাদেশের নারী, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, ফজিলাতুননেছা রেণু (জীবনীগ্রন্থ), রােকেয়া পাঠ, আমার রােকেয়া, চিরন্তন প্রতিকৃতি-রােকেয়া, প্রতিবন্ধীদের আনন্দময় জীবন, প্রতিবন্ধিতা অভিশাপ নয়-প্রভৃতি উল্লেখযােগ্য। তাঁর শিশুতােষ রচনাগুলাের মধ্যে শেখ মুজিবের ছেলেবেলা, সুষি পুষি টুশি, দীপ্তর জন্যে। ভালােবাসা, টুনুর হারিয়ে যাওয়া, শান্তর আনন্দ, এক যে ছেলে আনু, মুক্তিযােদ্ধা মাণিক, কিশাের সাহিত্য সমগ্র, আবু আর বাবু, পুটুর জন্যে ছড়া ও কবিতা, টুনটুনি টুনটুন, রাসেলের গল্প, বাঙালির শুদ্ধনাম শেখ মুজিবুর রহমান, আমি রাজু উল্লেখযােগ্য। তাঁর সম্পাদিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। মৃত্যু ২৫শে জুলাই ২০১৪।

বেবী মওদুদ এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon