Pijush Kanti Barua

Pijush Kanti Barua

পীযূষ কান্তি বড়ুয়া কর্ণফুলীর নিবিড় মায়ায় বিকশিত গ্রাম চরণদ্বীপের মাটি-হাওয়া-জলে বেড়ে ওঠা এক সত্তা পীযূষ কান্তি বড়ুয়া। সাদা মনের আলোর মানুষ পিতা সুরেশ চন্দ্র বড়ুয়া ও রত্নগর্ভা মাতা পাখী রাণী বড়ুয়া। সাহিত্যের সকল শাখায় তাঁর সহজ বিচরণ। শৈশবে খেলাঘরের সাহিত্য আসরে ছড়া দিয়ে লেখালেখির সূচনা। তারপর ক্রমে কবিতা, প্রবন্ধ, কথাসাহিত্যসহ সকল ক্ষেত্রেই নিজের অস্তিত্ব জানান দিয়েছেন। স্থানীয় দৈনিকে সাহিত্য ও স্বাস্থ্য বিষয়ক কলাম লিখে চলেছেন নিয়মিত। প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ: তোমার নিবীতে অন্য কেউ, ফেব্রুয়ারি ২০০৫। প্রকাশিত কবিতাপত্র: আমার মায়ের সুচিকিৎসা চাই, ডিসেম্বর ২০১০। প্রকাশিত উপন্যাস: সায়নালোকে এক জীবনের সন্ধ্যায়, ফেব্রুয়ারি ২০১৩। ঘুমের মধ্যে লীলা আসে, ২০১৮। প্রকাশিত প্রথম ছড়াগ্রন্থ: ইলিশের বাড়ী, বৈশাখ ১৪২৩। সনাতনী বিতর্ক গ্রন্থ: বিতর্ক বিধান। বিতর্ক বীক্ষণ। সম্মাননা: দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আয়োজনে সেলিব্রেটিং লাইফ শীর্ষক লিরিক্স প্রতিযোগিতায় বিজয়ী ২০০৯, 'চতুরঙ্গ সাহিত্য সম্মাননা', 'ছায়াবানী সাহিত্য সম্মাননা', 'ইলিশের বাড়ী চাঁদপুর'-ব্র্যান্ডিং প্রকাশনার গ্রন্থিত ছড়াকার।

Pijush Kanti Barua এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon