শিমুল পারভীন

শিমুল পারভীন

শিমুল পারভীন পেশায় আইনজীবী, প্রশিক্ষক বাচিক কলা (বাফা) ও উপস্থাপক। তিনি একাধারে লেখক, বাচিকশিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও সমাজসেবীরূপে পরিচিত। জন্ম : ১৫ জুন, সাতক্ষীরা জেলার সুলতানপুরে। খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এমএসএস। নর্থ আমেরিকান ইউনিভার্সিটি থেকে এমবিএ। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম করেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা : একক ও যৌথ মিলিয়ে ৪৬। প্রকাশিত গ্রন্থ : বাচিক শিল্পের প্রথম পাঠ, আবৃত্তির কলাকৌশল, বিষন্ন গােধূলি, অন্ধকারের উৎস হতে, ভালােবাসাহীন এই দিন, এতটুকু চায়নি বালিকা, শেষ বিকেলের আলাে প্রভৃতি। অ্যালবাম : অন্ধকারের উৎস হতে, আমিই সেই মেয়ে ও আমার পরিচয় নামে তিনটা আবৃত্তি অ্যালবাম। সম্মাননা : রবীন্দ্রনাথ সার্ধশত জন্মবার্ষিকী পদক, জসিম উদ্দিন পদক, সত্যজিৎ রায় পদক, পাঠশালা পদক, জীবননানন্দ দাশ পদক (মেদিনীপুর), what’son best writer award, মাদার তেরেসা পদক, তুলনাহীনা নারী, আন্তজার্তিক মাতৃভাষা পদক, নারী লেখক গ্রন্থপদক প্রভৃতি। অন্যান্য : লেফটেন্যান্ট গর্ভনর ২০২১-২২ রােটারি ডি. ৩২৮১, পাস্ট প্রেসিডেন্ট রােটারি ক্লাব অব দিলকুশা। প্রতিষ্ঠাতা সম্পাদক প্রতিধ্বনি, ঢাকা।

শিমুল পারভীন এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon