আহমেদ মাওলা

আহমেদ মাওলা

আহমেদ মাওলা। কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক ও উত্তর-উপনিবেশিক চিন্তক। জন্ম ৪ মে ১৯৭১ সালে চট্টগ্রামে। বাবা শফিক আহমেদ, মা শামসুন নাহার। পৈতৃক নিবাস ফেনী দাগনভূঁইয়া উপজেলার দেবরামপুর গ্রামে। ছোটবেলার বেশ খানিকটা সময় গ্রামেই কেটেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (১৯৯১) ও স্নাতকোত্তর (১৯৯২)। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলাদেশের উপন্যাসের শৈলীবিচার’ শীর্ষক গবেষণার জন্য এম.ফিল (২০০০) ডিগ্রি এবং ‘চল্লিশের কবিতায় সাম্যবাদী চেতনার রূপায়ণ’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি (২০০৫) ডিগ্রি লাভ করেন। তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগ দিয়ে বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন। ২০১২ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান এবং কলা ও মানবিক অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর পদে কর্মরত। স্ত্রী আয়েশা আক্তার স্বপ্না এবং দুই কন্যা নভেরা আহমেদ নির্বাচিতা ও ফাল্গুনী আহমেদ দীপিকা।

আহমেদ মাওলা এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon