মঞ্জু সরকার

মঞ্জু সরকার

বাংলাদেশের কথাসাহিত্যে মঞ্জু সরকারের অবদান স্বতন্ত্র বৈশিষ্ট্যে উজ্জ্বল। ১৯৮২-তে ‘অবিনাশী আয়োজন’ গল্প সংকলন প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে অভিষেক ঘটে তাঁর। নিরন্তর লেখালেখির ফসল তাঁর সৃষ্টির ভুবনকে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ করে চলেছে এখনও। এ যাবৎ ছোটগল্প, উপন্যাস ও শিশুতোষ গ্রন্থ মিলিয়ে প্রকাশিত বই প্রায় পঞ্চাশটি। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বাংলা একাডেমী পুরস্কার। ‘অবিনাশী আয়োজন’ গল্পগ্রন্থের জন্যে ব্যাংক সাহিত্য পুরস্কার, ‘আবাসভূমি’ উপন্যাসের জন্যে ফিলিপস ও প্রতিমা উপাখ্যান’ উপন্যাসের জন্যে পেয়েছেন আলাওল সাহিত্য পুরস্কার। এ ছাড়া শিশুসাহিত্যে ‘ছোট্ট এক বীরপুরুষ’ ও ‘নান্টুর মেলা দেখা’ উপন্যাসের জন্যে পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের আইওয়া। বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রাম ফেলোশিপ’ প্রাপ্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র সরকারের খরচে তিন মাস আমেরিকা ভ্রমণ করেছেন। বর্তমানে দৈনিক ইত্তেফাক পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে কর্মরত। মঞ্জু সরকারের জন্ম ১লা সেপ্টেম্বর ১৯৫৩, রংপুরে।

মঞ্জু সরকার এর বই সমূহ

Showing 1 to 20 of 20

View

Sort icon